নিউজিল্যান্ড গিয়ে ১৯বারের চেষ্টায় স্বাগতিকদের ওয়ানডে হারিয়েছে বাংলাদেশ। ওই আত্মবিশ্বাসের প্রতিফলন টি-২০ সিরিজের প্রথম ম্যাচে দেখিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শরিফুল-মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে কিউইরা ৯ উইকেটে হারিয়ে ১৩৪ রানে আটকে গেছে।
বুধবার নেপিয়ারে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল শান্ত। পেস বান্ধব কন্ডিশন হলেও প্রথম ওভারে বোলিংয়ে আনেন স্পিনার শেখ মাহেদীকে। তিনি ১ রান দিয়ে ওপেনার টিম শেইফার্টকে (০) তুলে নেন। পরের ওভারে পরপর দুই উইকেট তুলে নেন শরিফুল। ১ রানে ৩ উইকেট পড়ে যায় কিউইদের।
ওই ধাক্কা সামলে ১৩৪ রানই ব্ল্যাক ক্যাপসদের জন্য ভালো পুঁজি বলতে হবে। দলটিকে লড়াই করার ওই পুঁজি এনে দিয়েছেন পেস অলরাউন্ডার জেমি নিশাম। তিনি ২৯ বলে তিনটি ছক্কা ও চারটি চারের শটে ৪৮ রানের ইনিংস খেলেন।
এর আগে তিনে নামা ড্যারেল মিশেল ১৪ রানের ইনিংস খেলেন। মার্ক চাপম্যান করেন ১৯ রান। টি-২০’র নেতৃত্বভার পাওয়া স্পিন অলরাউন্ডার মিশেল স্যান্টনার ২২ বলে ২৩ রান করেন ও পেসার এডাম মিলনে ১৬ রানের ইনিংস খেলেন।
দলের হয়ে দারুণ বোলিং করেছেন বাঁ-হাতি পেসার শরিফুল। তিনি ৪ ওভারে ২৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। তার করা শেষ ওভারে ফ্লাইট মিস করে একটি ক্যাচ ফেলে বাংলাদেশ। একই ওভারে ৩০ গজে ওঠা ক্যাচে বলের লাইনেই যাননি রনি তালুকদার ও রিশাদ হোসেন!
পেসার মুস্তাফিজ ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। তবে অন্য পেসার তানজিম ছিলেন বেশ খরুচে। তিনি ৪ ওভারে দিয়েছেন ৪৫ রান। উইকেট নিয়েছেন একটি। ডানহাতি অফ স্পিনার মাহেদী ৪ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। লেগ স্পিনার রিশাদও একবারে খারাপ করেননি। তিনি ৩ ওভারে ২৪ রান দিয়ে নেন একটি উইকেট।