বৃষ্টির পর খেলা আবার শুরু। দুই ঘণ্টারও বেশি সময় খেলা বন্ধ থাকায় ওভার কমল ৮। খেলা হবে ৪২ ওভারে।
Advertisement
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় টস জিতে সফরকারী নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।
আগে ব্যাটিংয়ে নেমে খুব সতর্কতার সাথেই ইনিংস শুরু করে নিউজিল্যান্ড। উইকেট ধরে রেখে খেলতে গিয়ে স্লোথ গতিতে এগুতে থাকে সফরকারীরা।
৪.৩ ওভারের খেলা শেষে কোনো উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে ৯ রান জমা করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার উইলি ইয়াং ও ফিন অ্যালেন।
এরপর শুরু হয় বৃষ্টি। ২টা ২২মিনিটে শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে দুই ঘণ্টারও বেশি সময় ধরে খেলা বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে