স্পোর্টস ডেস্কঃ ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসুত ওজিল। টুইটারে এক বার্তায় মাত্র ৩৪ বছর বয়সে এমন সিদ্ধান্ত জানালেন রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক এই মিডফিল্ডার। তার অবসরের খবর নিশ্চিত করেছে ইএসপিএন।
জার্মানি জাতীয় দলের হয়ে ২০১৪ বিশ্বকাপ জেতা ওজিল সবশেষ তার্কিশ ক্লাব বাসাকসেহিরের হয়ে খেলেছেন। এই ক্লাব থেকেই তিনি বিদায় বললেন।
প্রায় ৬০০ পেশাদারি ম্যাচ খেলা ওজিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের হয়েই ২৫৪টি ম্যাচ খেলেছেন। যেখানে ৪৪টি গোলও করেছেন।
ক্লাব ক্যারিয়ারে ওজিল রিয়াল মাদ্রিদের মতো জায়ান্ট ক্লাবেও প্রায় ৩ বছর খেলেছেন। সেখানে ১৫৯ ম্যাচে ২৭টি গোল করেছেন তিনি।