বাবিসাস ‘কালারিস্ট ’ অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ রাশেদুজ্জামান।

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) অ্যাওয়ার্ডে ভূষিত হলেন বাংলাদেশ চলচ্চিত্র কালারিস্ট মোহাম্মদ রাশেদুজ্জামান গত ২১ জানুআরি শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত বাবিসাস অ্যাওয়ার্ড প্রদান করেন প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতির সভাপতি আবুল হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার ও সংসদ সদস্য মমতাজ বেগম। মোহাম্মদ রাশেদুজ্জামান ২০২১ সালের মোস্তুফা সরওয়ার ফারুকী পরিচালিত ওয়েব ফিল্ম “লেডিস এন্ড জেন্টলম্যান” এর জন্য শ্রেষ্ঠ কালারিস্ট হিসেবে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন । উল্লেখ মোহাম্মদ রাশেদুজ্জামান ইতিমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র পাড়ায় আলোচনার ঝড় তুলেছেন তার ছবি গুলো হচ্ছে “পিপঁড়া বিদ্যা, ডুব, ছুয়ে দিলে মন, দেশান্তর, কমলা রকেট ও কাঠ বিড়ালী। মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, বাবিসাসের পুরস্কার অনেক বড় প্রাপ্তি। এ পুরস্কার আমাকে উৎসাহিত করার পাশাপাশি আগামী দিনে আরো ভালো কিছু করার অনুপ্রেরণা যোগাবে। অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও কাহিনীকার ছটকু আহমেদ এবং নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদকে। এছাড়া সংগীতে অনন্য অবদানের জন্য সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *