কলেজ ছাত্রী সাবরিনা। দুটি কিডনিই ড্যামেজ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বাঁচতে হলে কিডনি ট্রান্সপারেন্ট করতে হবে অতি দ্রুত। কিন্তু সি এন জি চালক বাবার পক্ষে এতো টাকা খরচ অসম্ভব হয়ে পড়েছে। গত দুই বছর ধরে বাড়িতে থাকা সকল সহায়-সম্পত্তি বিক্রি করে মেয়ের চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন বা নওশাদ। কিন্তু এখন অনেকটা অসহায় হয়ে পড়েছে। আর কোনভাবেই পারছেন না মেয়েকে চিকিৎসা চালিয়ে যেতে।
এখন কিডনি প্রতিস্থাপন করার জন্য প্রায় ৯০ লাখ টাকার প্রয়োজন সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার অহবান করছেন সাবরিনার অসহায় পিতা নওশাদ।
তার বাবা জানান ‘আমার মেয়ের দুটি কিডনিই ড্যামেজ গেছে, গত দুই বছর ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চালিয়ে যাচ্ছি। কিন্তু এখন ডাক্তার বলেছে আমার মেয়েকে বাঁচাতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতেই হবে। আমার মত একজন গরিব মানুষের পক্ষে ৯০ লাখ টাকা জোগাড় করা অসম্ভব। আমি সমাজের বৃত্তবানদের কাছে আমার মেয়েটির জীবন বাঁচাতে সাহায্য চাচ্ছি’।
রোগির ভাইয়ের একাউন্ট নাম্বার:
MD SAKAYET HOSSOIN
ACCOINT NUMBER: 9902100424295
SOCIAL ISLAMI BANK
AGENT BANKING BRANCH
CHILONIA BAZAR, SENBAG, NOAKHALI
ROUTING NUMBER: 195270608
Bkash Personal Number: 01854963692