তরুণ নির্মাতা আজীম খান পরিচালিত ‘দুই মা’র স্যুটিং চলছে

নিজস্ব সংবাদদাতা নয়ন বিশ্বাস :: এসময়ের আলোচিত চলচ্চিত্র প্রযোজক ও তরুণ নির্মাতা আজীম খান পরিচালিত ‘দুই মা’ সিনেমাটি দিলুরোডস্থ প্রিয়াঙ্কা স্যুটিং হাউজে গত ২৬ মার্চ থেকে স্যুটিং চলছে “দুই মা” সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়ক সাইফ খান, নিঝুম রুবিনা,মারুফ আকিব,শিরীন আলম,রেবেকা রউফ,ফাইয়াজ আহমেদ ববি, জ্যাকি আলমগীর, আনিকা রোজ, সুস্ময় শাহ,রামিসা,মিজান,প্রীতম সেন,পাইটু, রাজু,আনোয়ার সিরাজী প্রমুখ।এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের মূল ভাবনা ও পরিকল্পনায় নির্মিত হচ্ছে ‘দুই মা’ সিনেমাটি যৌথ প্রযোজনায় আছেন লাইফ গোল্ড মিডিয়া ও ধারা মিডিয়া।
কাহিনী ও চিত্রনাট্য করেছেন আজীম খান, সংলাপ করেছেন কমল সরকার। “দুই মা” সিনেমার গল্পটা এক কথায় দারুণ। গল্পের জন্যই দর্শক আশা করছি হলমুখী হবে। দুই মায়ের নাম ভুমিকায় রেবেকা ও শিরীন আলম দু’জনই খুব ভালো অভিনেত্রী। সব মিলিয়ে একটি ভালো কাজ হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *