নোয়াখালীতে মধ্যরাতে মডেল মসজিদে বিস্ফোরণ

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জে সদ্য উদ্বোধন করা উপজেলা মডেল মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মসজিদের দ্বিতীয় তলার একটি কক্ষের দুটি দরজা, দুটি জানালা, মেঝে ও ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে চৌমুহনী পৌরসভার আলীপুর মহল্লার মডেল মসজিদের দ্বিতীয় তলায় মোয়াজ্জিন ও খাদেমের কক্ষে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের খবর পেয়ে মঙ্গলবার রাতেই বেগমগঞ্জ থানা পুলিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন আরাফাত ঘটনাস্থল পরিদর্শন করেন। বুধবার সকালে আসেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার শহীদুল ইসলামসহ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) এবং র‍্যাব ১১-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।ইসলামিক ফাউন্ডেশনের বেগমগঞ্জ মডেল মসজিদের দায়িত্বে থাকা ফিল্ড সুপারভাইজার আব্দুল হালিম বলেন, রাত ১০টার দিকে তিনি ওই কক্ষে দাপ্তরিক কিছু ফাইলপত্র রেখে আসেন। মসজিদের তৃতীয় তলার একটি কক্ষে অন্য কর্মচারীদের নিয়ে আসবাব গোছাচ্ছিলেন। রাত ১১টার দিকে বিস্ফোরণের শব্দ পান। এ সময় মসজিদের আশপাশের লোকজন আগুন বলে এগিয়ে আসেন। তখন তিনিও দ্রুত মসজিদ থেকে বেরিয়ে যান। পরে দেখেন দ্বিতীয় তলায় খাদেম ও মুয়াজ্জিনের থাকার কক্ষে আগুন জ্বলছে। দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মসজিদটি নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মহিন উদ্দিন জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে মসজিদের প্রহরী লেদু মিয়া ফোনে তাঁকে আগুন লাগার কথা জানান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দ্বিতীয় তলায় মোয়াজ্জিন ও খাদেমের কক্ষে ধোঁয়া দেখতে পান। মসজিদের কক্ষটির দুটি দরজা, দুটি জানালা, মেঝে ও ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণ ও ধোঁয়ায় কক্ষটি বিবর্ণ হয়ে গেছে।

র‍্যাব-১১ নোয়াখালীর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, মসজিদে বিস্ফোরণের ঘটনা অনুসন্ধানে র‍্যাব সদরদপ্তর থেকে বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা রওনা দিয়েছেন। রাতে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত জানাবেন।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, মসজিদের খাদেম ও ইমামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঢাকা থেকে র‍্যাবের বিশেষজ্ঞ দল আসার পর বিস্তারিত বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *