ঐশীর ‘দুই কুলে সুলতান’

স্টাফ রিপোর্টারঃ বাংলা গানের হাওয়া বদলের যে যাত্রা শুরু করেছিল ‘উইন্ড অব চেঞ্জ’-সে হাওয়া এখনো থামেনি। ২১শে মার্চ উইন্ড অব চেঞ্জ-এর সংগ্রহ থেকে অন্তর্জালে প্রকাশিত হলো নতুন গান-‘দুই কুলে সুলতান’। তাপসের সংগীতায়োজনে নির্মিত গানটি উৎসর্গ করা হয়েছে এর কথা ও সুরের অমর স্রষ্টা কিংবদন্তি লোকশিল্পী  আব্দুল গফুর হালিকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ঐশী। শিবামনির ঝড়ো পারকেশান কিংবা আরশাদ খানের জাদুকরি এসরাজ, আনা রাকিতার ধ্রুপদি ভায়োলিন কিংবা মিকাল হাসানের ইলেক্ট্রিক গিটারের সুরের মতো দেশ-বিদেশের খ্যাতনামা মিউজিশিয়ানদের সুর-সিম্ফনিতে শ্রোতারা ফের আলোড়িত। তাপসের নান্দনিক সংগীতায়োজনে গানটির মধ্যদিয়ে নিজের কণ্ঠের শক্তিমত্তার ফের স্বাক্ষর রেখেছেন ঐশী। দীর্ঘদিন পর উইন্ড অব চেঞ্জ-এ নিজের নতুন গান প্রকাশে দারুণ উচ্ছ্বসিত এ শিল্পী। ঐশী বলেন, আমরা ইতিমধ্যেই বুঝে গেছি বাংলা গানের আন্তর্জাতিক প্ল্যাটফরম হিসেবে উইন্ড অব চেঞ্জ-এর ভারটা আসলে কতোটুকু। ভার বলছি এজন্য- পুরো বিশ্বের সব শ্রেষ্ঠ মিউজিশিয়ানকে নিয়ে এভাবে বাংলা গানকে উপস্থাপন করা এবং সফলভাবে উপস্থাপন করা এবং মানুষের মনে স্বকীয়তা থেকে জায়গা দখল করা এটা একটা বড় চ্যালেঞ্জ।  সে জায়গা থেকে উইন্ড অব চেঞ্জ সম্পূর্ণভাবে সাকসেসফুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *