ছয় বছর আগে অস্ট্রেলিয়ায় গান গাইতে গিয়েছিলেন সংগীতশিল্পী নাজু আখন্দ। এরপর বিভিন্ন দেশে গান করলেও অস্ট্রেলিয়ায় আর যাওয়া হয়নি। এবার আবারও সেই সুযোগ এসেছে।
২৫ সেপ্টেম্বর তিনি অস্ট্রেলিয়ায় যাচ্ছেন গান গাইতে। দেশটির সিডনীতে দু’টি ও ক্যানভেরায় একটি স্টেজ শো’তে অংশ নেবেন বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী। শো শেষে ৪ অক্টোবর দেশে ফিরবেন।
এ প্রসঙ্গে নাজু আখন্দ বলেন, দেশের বাইরে আমি প্রথম শো করেছিলাম কাতারে। এরপর বহু দেশে গিয়েছি, গান পরিবেশন করেছি। চেষ্টা করেছি দেশের গানকে বেশি বেশি প্রমোট করার। অর্ধযুগ পর আবারো অস্ট্রেলিয়ায় যাচ্ছি। কী যে ভালো লাগছে তা ভাষায় প্রকাশের নয়। ২০১৭ সালের স্মৃতি আজ চোখে ভাসছে। আমি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে অস্ট্রেলিয়ায় দ্বিতীয়বারের মতো যাবার সুযোগ করে দেবার জন্য। তবে কষ্ট একটাই, দেশ থেকে মিউজিশিয়ান নিয়ে যেতে পারছি না। অস্ট্রেলিয়ার মিউজিশিয়ানদের সঙ্গেই আমাকে গাইতে হবে।